যশোরে চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী হৃদয় গ্রুপের চার সন্ত্রাসীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শহরের ষষ্ঠীতলা এলাকার পিটিআই স্কুলসংলগ্ন ডা. আব্দুর রউফের নির্মাণাধীন ভবন থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মৃত হাফিজুল ইসলাম ওরফে মরার ছেলে হৃদয় ইসলাম, জাহাঙ্গীর আলমের ছেলে মনিরুল ইসলাম সাগর, শেখ টুটুলের ছেলে সিফাত হোসেন এবং জয়নালের ছেলে ইরফান হোসেন ওরফে রাজ। তারা সবাই ষষ্ঠীতলা এলাকার বাসিন্দা।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক ভূঞা জানান, নির্মাণাধীন ভবন থেকে চাঁদা দাবি করার অভিযোগে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
রাতদিন সংবাদ/আর কে-০৪







