মহেশপ, ঝিনাইদহ,প্রতিনিধি: রোববার ভোরে ঝিনাইদহের মহেশপুরে ফেনসিডিল ও গাঁজাসহ দু’ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ৫৮ বিজিবি। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবির অধীনস্ত শ্যামকুড় বিওপির নায়েব সুবেদার সিরাজুল ইসলামের নেতৃত্বে টহল দল অভিযান চালিয়ে উপজেলার মাইলবাড়িয়া গ্রামের ইসরাফিল মালিতার বাড়ির পাশের একটি বিচালির গাঁদা থেকে একশ’ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসময় আলিমুদ্দিনের ছেলে ইসরাফিল মালিতা (৫৫) ও নওশের আলীর ছেলে ওয়াসিমকে (৩৫) আটক করা হয়। একই সময়ে শ্রীনাথপুর বিওপির টহল দল অভিযান চালিয়ে উপজেলার শ্রীনাথপুর মাঠের ভিতর থেকে প্রায় দু’ কেজি গাঁজা আটক করে। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
এসব ব্যাপারে মহেশপুর থানায় মাদক আইনে পৃথক মামলা হয়েছে। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।







