সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরায় ‘তারুণ্যের উৎসব জুলাই’ উপলক্ষে মাটির সুরক্ষা ও সুষম সার ব্যবহারের গুরুত্ব নিয়ে কৃষক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের সাতক্ষীরা আঞ্চলিক কার্যালয়ে এই আয়োজন করে প্রতিষ্ঠানটির আঞ্চলিক অফিস।
কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. বেগম সামিয়া সুলতানা।
সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা দিলরুবা করিম এবং সঞ্চালনা করেন সাতক্ষীরা কার্যালয়ের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শামসুন নাহার রত্না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব ড. হারুনুর রশীদ, মৃত্তিকা ইনস্টিটিউটের ঢাকা কার্যালয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মামুনুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জয়নাল আবেদিন, গোপালগঞ্জ কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জি.এম. মোস্তাফিজুর রহমানসহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে ড. সামিয়া সুলতানা বলেন, মাটি আমাদের কৃষির মূল ভিত্তি। মাটির স্বাস্থ্য রক্ষা না হলে টেকসই কৃষি সম্ভব নয়। সুষম সার ব্যবহার, জৈব উপাদানের চর্চা এবং নিয়মিত মাটি পরীক্ষা সময়ের দাবি। তিনি আরও বলেন, তারুণ্যের উৎসব নতুন প্রজন্মের মাঝে মাটির সুরক্ষা বিষয়ে সচেতনতা সৃষ্টি করবে।
অনুষ্ঠানে কৃষকদের মধ্যে সুষম সার ব্যবহারের গুরুত্ব, মাটি পরীক্ষার উপকারিতা ও পরিবেশবান্ধব চাষাবাদ বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। পরে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে কৃষকরা তাঁদের সমস্যা তুলে ধরেন এবং তাৎক্ষণিক সমাধানের আশ্বাস পান।
বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত কৃষকরা এই সমাবেশে অংশ নেন।
আর কে-০১







