জাকির হোসেন, কেশবপুর: মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে কপোতাক্ষ নদের উপর কাঠের তৈরি সেতুটি ভেঙে গিয়ে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন দু’পাড়ের মানুষ। সেতুটি ভেঙে যাওয়ায় যশোর ও সাতক্ষীরা জেলার হাজারো মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেছে।
গত বছর মধুমেলাকে সামনে রেখে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর উদ্যোগে ব্যয়বহুল এই কাঠের সেতুটি নির্মাণ করা হয়েছিল। দেবদারু গাছ পুঁতে তৈরি করা পিলারগুলোর নিচে জমে থাকা কচুরিপানা ও শেওলার চাপে গত ২৩ জুলাই সেতুটির মাঝ বরাবর অংশ ভেঙে পড়ে।
বিশেষ করে সাতক্ষীরার ওই পাড়ে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতকারী শিক্ষার্থীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছে। এছাড়া ব্যবসায়ী, শ্রমজীবী মানুষরাও পড়েছেন কঠিন সমস্যায়।
সেতু ভেঙে যাওয়ায় নৌকায় পারাপারও সম্ভব হচ্ছে না, কারণ নদীর প্রায় দুই কিলোমিটারজুড়ে জমে থাকা কচুরিপানা ও শেওলা নৌচলাচল বন্ধ করে দিয়েছে। যদিও সেতু ভেঙে যাওয়ার পর কিছু শেওলা সরে গেলেও এখনো স্বাভাবিক যাতায়াত সম্ভব হয়নি।
স্থানীয়রা দ্রুত সরকারি উদ্যোগে সেতুটি পুনঃনির্মাণের দাবি জানিয়েছেন। তা না হলে ভোগান্তির শেষ থাকবে না বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।







