যশোরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘৩৬ জুলাই’র নারী যোদ্ধাদের পুনর্মিলনী। আগামীকাল শুক্রবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির ইস্যু বিভাগের দ্বিতীয় তলায় এই আয়োজন করবে ‘জুলাই নারী ঐক্য’।
পুনর্মিলনী অনুষ্ঠানে নারী যোদ্ধারা তাঁদের অভিজ্ঞতা ও সংগ্রামের স্মৃতি তুলে ধরবেন। এছাড়া থাকছে কবিতা পাঠ, সঙ্গীত পরিবেশনা ও আলোচনা পর্ব।
আলোচনা সভায় অংশ নেবেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট কাজী মুনিরুল হুদা, রাষ্ট্রচিন্তক গাজী ফরিদ আহমেদ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুব মুর্শিদ, সাবেক ছাত্রনেতা মেহদি উর রহমান টুটুল, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সংগঠক মুনির আজাদ, কবি ও অণুগল্পকার মামুন আজাদ এবং গণমাধ্যমকর্মী ও অ্যাক্টিভিস্ট সালমান হাসান রাজিব।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ‘জুলাই নারী ঐক্য’র সদস্য সচিব রুবাইয়া খন্দকার।
রাতদিন সংবাদ/আর কে-১৫







