মোঃ নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানের সদর এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) দুপুরে পরিবেশ অধিদপ্তর বান্দরবান ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বান্দরবান বাজারের ৫ নম্বর গলিতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রায় ৮৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বান্দরবান সদর উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা খান হিরামণি। প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।
অভিযানে সহযোগিতা করেন তুষার কান্তি নাথ, অসিত কুমার চৌধুরী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ রক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান নিয়মিতভাবে চলবে।
আর কে-১৪







