Friday, December 5, 2025

নড়াইলের ধ্রুবজ্যোতি ঢাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

নড়াইল প্রতিনিধিঃ নটরডেম কলেজ ঢাকার বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের কৃতি শিক্ষার্থী ধ্রুবজ্যোতি বোস (ঐতিহ্য) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) সকাল আনুমানিক ৬টা ৫০ মিনিটে ঢাকার উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো কলেজে যাওয়ার উদ্দেশ্যে ধ্রুবজ্যোতি উত্তরার দিকে রওনা দেন এবং একটি যাত্রীবাহী লেগুনায় ওঠেন। স্টেশনের নিচে পৌঁছানোর পর চলন্ত লেগুনাটি হঠাৎ থেমে থাকা অপর একটি লেগুনার সঙ্গে ধাক্কা খায়। এতে ধ্রুবজ্যোতির লেগুনাটি উল্টে গিয়ে সড়কে ছিটকে পড়ে এবং তিনি মারাত্মকভাবে আহত হন।

দুর্ঘটনায় তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে, কপাল ফেটে গিয়ে ব্যাপক রক্তপাত হয়। পথচারীদের সহায়তায় তাঁকে তাৎক্ষণিকভাবে একটি রিকশায় করে উত্তরার লুবানা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি চিকিৎসায় তাঁর মাথায় ২০টি সেলাই দিতে হয়।

ধ্রুবজ্যোতির বাড়ি নড়াইল সদর উপজেলার কমলাপুর গ্রামে হলেও তাঁর মামাবাড়ি শহরের মধ্যেই। তিনি ঢাকার নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। তাঁর রোল নম্বর ৬২৬৬১১১৯।

এই ঘটনায় ধ্রুবজ্যোতির দিদা, নড়াইল শহরের সমাজসেবক ছায়া রানী বোস বলেন, এমন মর্মান্তিক দুর্ঘটনা আমাদের ভাবিয়ে তোলে—যেসব চালক শহরে যাত্রী পরিবহন করেন, তাদের লাইসেন্স ও দক্ষতা আসলেই কি যথাযথভাবে যাচাই করা হয়? তিনি দ্রুত তদন্ত, দায়ীদের বিরুদ্ধে শাস্তি এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপের দাবি জানান।

প্রসঙ্গত, মাননীয় সাংস্কৃতিক উপদেষ্টা এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা নিজেও নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী। ধ্রুবজ্যোতির পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর দৃষ্টি আকর্ষণ করে বলেন, একজন সম্ভাবনাময় শিক্ষার্থীর নিরাপত্তা ও চিকিৎসায় যেন রাষ্ট্র যথাযথ সহায়তা নিশ্চিত করে।

আর কে-১০

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর