বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে যশোরে বুধবার (৩০ জুলাই) র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। ‘সংঘবদ্ধ অপরাধ মানব পাচার, বন্ধ হোক শোষণের অনাচার’ প্রতিপাদ্যে আয়োজিত র্যালির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার।
র্যালি শেষে রাইটস যশোর কার্যালয়ে আলোচনা সভায় বক্তারা বলেন, মানব পাচারকারীরা সংগঠিত হলেও সাধারণ মানুষ এখনও উদাসীন। তাই পাচার প্রতিরোধে সবাইকে সচেতন ও সুসংগঠিত হতে হবে।
আলোচনায় অংশ নেন আইওএম, রাইটস যশোর, ব্র্যাক, রূপান্তর, কেএমএসএসসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও মানবাধিকার কর্মীরা। তারা সরকারের পাশাপাশি জিও-এনজিও সমন্বয়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।
রাতদিন সংবাদ







