Saturday, December 6, 2025

চুড়ামনকাটি প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে ফেসবুকে কুরুচিপূর্ণ মিথ্যা তথ্য প্রচার: নিন্দা ও প্রতিবাদ

চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধিঃ চুড়ামনকাটি  প্রেসক্লাবের সভাপতি ওয়াহিদুজ্জামান মিলনের বিরুদ্ধে ফেক আইডি থেকে ফেসবুকে কুরুচিপূর্ণ মিথ্যা মনগড়া তথ্য প্রচার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চুড়ামনকাটির সাংবাদিকরা। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে একটি মহল এমন অপ্রচার চালাচ্ছে বলে স্থানীয় সাংবাদিকরা মনে করেন।
আগামী কাল বৃহস্পতিবার বেলা ১১ টায় চুড়ামনকাটি বাজারের যাত্রী ছাউনি চত্বরে এর প্রতিবাদে চুড়ামনকাটি প্রেসক্লাবের উদ্ব্যেগে মানববন্ধন কর্মসূচি পালন করবেন সাংবাদিকরা। মানববন্ধনে সকলকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন সাংবাদিক সমাজ।
এদিকে, এমন মিথ্যা তথ্য প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি নি্বাহী সদস্য হেদায়েত খান,  সহ সভাপতি আলমগীর কবির, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন, ক্যাশিয়ার মহব্বত আলী, দফতর সম্পাদক তৌহিদ আহমেদ ফিট্টু, সদস্য শহিদুল ইসলাম লিখন,  আনিসুর রহমান,  আব্দুস সাত্তার কিনে, আলী রেজা রাজু, আসাদুল ইসলাম,  মাহমুদুল হাসান মামুন,  রফিকুল ইসলাম,  মাসুরা আলম লিজা প্রমূখ।
সাংবাদিক নেতারা দ্রুত অপরাধদের চিহ্নিত করে আটকের জোর দাবি জানান।
আর কে-০৭
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর