Friday, December 5, 2025

২৪ ঘণ্টারও বেশি সময় স্থায়ী হতে পারে সুনামি পরিস্থিতি

রাশিয়ার ভয়াবহ ভূমিকম্পের জেরে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যে সুনামি পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা আগামী ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে স্থায়ী হতে পারে বলে সতর্ক করেছে জাপান।

দেশটির আবহাওয়া দপ্তরের একজন মুখপাত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানান, সুনামির বিধ্বংসী ক্ষমতা নির্ভর করে ভূমিকম্পের মাত্রার ওপর। রাশিয়ার যেভাবে শক্তিশালী ভূমিকম্প হয়েছে, তাতে আমরা আশঙ্কা করছি— আগামী ২৪ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও সুনামির প্রভাব থাকতে পারে।

আজ বুধবার ভোরে রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা অঞ্চলে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এর পরপরই ৬.৯ মাত্রার একটি আফটারশক আঘাত হানে।

ভূমিকম্পের পর সৃষ্ট প্রায় ১২ ফুট (৪ মিটার) উচ্চতার সুনামি ঢেউ এসে আছড়ে পড়ে জাপানের সর্বউত্তরের দ্বীপ হোক্কাইডোতে। এখনও জাপানের উত্তর ও পূর্বাঞ্চলসহ উপকূলীয় বিভিন্ন এলাকায় ঢেউ আঘাত হানছে, যদিও বর্তমানে ঢেউয়ের উচ্চতা ২ থেকে ৩ ফুটের মধ্যে রয়েছে।

জাপানের আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো— জোয়ারের সময় ঢেউয়ের উচ্চতা ও শক্তি আরও বাড়তে পারে। সুনামি পরিস্থিতি অব্যাহত থাকলে, স্বাভাবিকভাবেই ঢেউ আরও ভয়াবহ রূপ নিতে পারে। আমরা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি, বলেন মুখপাত্র।

অনলাইন ডেস্ক/আর কে-০৪

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর