Saturday, December 6, 2025

সাংবাদিক শিমুল ভূইয়ার শ্বশুর লুৎফরের ইন্তেকাল, রাতদিন নিউজের শোক

রাতদিন নিউজের সম্পাদক ও দৈনিক গ্রামের কাগজের স্টাফ রিপোটার নিজাম উদ্দিন ভূইয়া শিমুলের শ্বশুর খুলনা দৌলতপুরের বিশিষ্ট ব্যবসায়ী লুৎফর রহমান সরদার আর নেই ( ইন্না——— রাজেউন। রোববার মধ্যরাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। সোমবার  দৌলতপুরের আঞ্জুমান জামে মসজিদে নামাজের জানাজা শেষে আমতলায় পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হযেছে। আগামি শুক্রবার মরহুমের স্মরণে দোয়া ও মিলাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পারিবারিক উদ্যোগে।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন রাতদিন নিউজ পরিবারের সদস্যরা। এছাড়াও শোক জানিয়েছেন, গ্রামেরকাগজের প্রকাশক সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সহযোগি সম্পাদক আঞ্জুমানারা, নির্বাহী সম্পাদক আসাদ আসাদুজ্জামান, বার্তা সম্পাদক সরোয়ার হোসেন, বিশেষ প্রতিনিধি দেওয়ান মোর্শেদ আলম, যুগ্ম বার্তা সম্পাদক এম. আইউব, সহকারি সম্পাদক জাহিদ আহমেদ লিটন, সিনিয়র রিপোটার ফয়সল ইসলাম প্রমূখ।
প্রয়াত লুৎফর রহমান, শুধু একজন সফল ব্যবসায়ীই ছিলেননা, তিনি ছিলেন ওই এলাকার অনেক মানুষের জন্য আলোকবর্তিকা, যার উপস্থিতি শুধু পরিবারেই নয়, পুরো সমাজে এক নির্ভরতার প্রতীক হয়ে উঠেছিল। পেরুলি থেকে দৌলতপুর সর্বত্রই তিনি ছিলেন শ্রদ্ধার পাত্র, ভালোবাসার আশ্রয়। তার কাছে কেউ কখনো ফিরে আসেননি নিরাশ হয়ে। অসহায়ের পাশে, পরিচিত-অপরিচিত সবার পাশে, তিনি দাঁড়িয়েছেন অবলীলায়, নিঃস্বার্থভাবে।
জামাতা শিমুল ভূইয়া ও মেয়ে সুমাইয়া রহমান প্রয়াত লুৎফার রহমান সরদারের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন এবং আগামি শুক্রবারের দোয়া অনুষ্ঠানে আমন্তণ জানিয়েছেন।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর