Saturday, December 6, 2025

জুলাই অভ্যুত্থান ও মাইলস্টোনে নিহতদের স্মরণে দোয়া ও বৃক্ষরোপণ

যশোর কপোতাক্ষ লায়ন্স ক্লাব ও কপোতাক্ষ লায়ন্স চক্ষু ও ডায়াবেটিক হাসপাতালের উদ্যোগে জুলাই শহীদ ও উত্তরা মাইলস্টোনে যুদ্ধবিমানে নিহতদের স্মরণে দোয়া ও বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) কপোতাক্ষ লায়ন্স ক্লাবের সার্বিক তত্ত্বাবধানে এবং হাসপাতালের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিকেলে জুলাই অভ্যুত্থানের বর্ষপূতি ও  উত্তরা মাইলস্টোনে যুদ্ধবিমানে উপলক্ষে শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে উত্তরা মাইলস্টোনে যুদ্ধবিমানে নিহত ও আহতদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কপোতাক্ষ লায়ন্স ক্লাবের সভাপতি কাজী নাজির আহমেদ মুন্নু, হাসপাতালের চেয়ারম্যান অ্যাডভোকেট দেবশীষ দাস, ক্লাব সম্পাদক এহতেশামউদ্দিন আহমেদ, সদস্য বাহাউদ্দিন আহমেদ, এস. এম. মনোয়ার রহীম, পাভেল চৌধুরী, অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক, কামাল উদ্দিন আহমেদ, কাজী মঈনউদ্দিন চিশতী ও সফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর