Saturday, December 6, 2025

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

আজম খান: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় এবং নড়াইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার পিবিজি ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম ও এসইডিপি’র সহযোগিতায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আহসান মাহমুদ রাসেল, সহকারী পরিচালক মোঃ সিরাজুল ইসলাম এবং জেলা শিক্ষা অফিসার (অঃদাঃ) ম. মহিউদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস।

২০২১ ও ২০২২ শিক্ষা বর্ষে যশোর শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ৩৫ জন শিক্ষার্থীর মাঝে সার্টিফিকেট, ক্রেস্ট ও বই প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে কয়েকজন কৃতি শিক্ষার্থী, প্রতিষ্ঠান প্রধান ও সভাপতি নৈতিকতা ও কৃতিত্ব অর্জনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং সততার সঙ্গে দেশ ও জাতির সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।

প্রধান অতিথি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান তার বক্তব্যে শিক্ষার্থীদের আলোকিত ও মানবিক জীবন গঠনের জন্য দিকনির্দেশনা দেন। তিনি সততা, মানবিকতা ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর