Friday, December 5, 2025

স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয়বার নারী ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড

সুইজারল্যান্ডের সেন্ট জ্যাকব পার্কে এক শ্বাসরুদ্ধকর ফাইনালে টাইব্রেকারে স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয়বার নারী ইউরো শিরোপা জিতেছে ইংল্যান্ড। দুই বছর আগে বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপার স্বপ্নভঙ্গের যন্ত্রণা এবার ঘোচাল ইংলিশ নারীরা। টাইব্রেকারে ৩-১ গোলের জয় তাদের এনে দেয় ইতিহাসগড়া এই সাফল্য।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় স্পেন। বলের দখল, শট অন টার্গেট এবং আক্রমণের ধার—সবকিছুতেই এগিয়ে ছিল তারা। ২৫তম মিনিটে মারিওনা ক্যালদেন্তের দুর্দান্ত গোলে লিড নেয় স্পেন। প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। তবে ইংল্যান্ডের রক্ষণভাগ ছিল সুসংগঠিত।

দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। ৫৭তম মিনিটে অ্যালেসিয়া রুসোর চমৎকার গোলে সমতায় ফেরে ইংল্যান্ড। সেই গোলের পর মাঠে ফিরে আসে ইংলিশদের আত্মবিশ্বাস। উভয় দলই জয় নিশ্চিত করতে মরিয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে আর কোনো গোল হয়নি। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়েও রোমাঞ্চ কমেনি। দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ, কিন্তু গোলশূন্য থাকে অতিরিক্ত সময়। ফলে ফল নির্ধারণে খেলা গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে অসাধারণ মনোসংযোগ ও দক্ষতা দেখায় ইংল্যান্ড। স্পেনকে ৩-১ ব্যবধানে পরাজিত করে তারা শিরোপা উৎসবে মেতে ওঠে।

১৯৮৪ সালে নারী ইউরোর প্রথম আসরের পর এবারই প্রথম কোনো ফাইনাল টাইব্রেকারে নিষ্পত্তি হলো। ইংল্যান্ডের এই জয় শুধু ইউরোপীয় শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারই নয়, বরং স্পেনের কাছে বিশ্বকাপে হারের মধুর প্রতিশোধও বটে। সেন্ট জ্যাকব পার্কে ইংলিশ সমর্থকদের উল্লাসে মুখর হয়ে ওঠে গোটা স্টেডিয়াম।

অনলাইন ডেস্ক/আর কে-০৫

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর