অবৈধ অভিবাসন ইস্যুতে ফের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাভাষী মুসলিমদের আটক ও বাংলাদেশে পুশব্যাকের ঘটনায় তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
সম্প্রতি এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট দিয়ে ওয়াইসি বলেন, কেন্দ্রীয় সরকার সংখ্যালঘু ও দরিদ্র শ্রেণির উপর পরিকল্পিত নিপীড়ন চালাচ্ছে। তার ভাষায়, এই সরকার শক্তের কাছে দুর্বল, দুর্বলের কাছে শক্ত।
ওয়াইসি দাবি করেন, দেশের বিভিন্ন স্থানে বাংলাভাষী মুসলিমদের ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে বেআইনিভাবে আটক করা হচ্ছে। অথচ এদের অধিকাংশই ভারতীয় নাগরিক, যারা নির্মাণশ্রমিক, সাফাইকর্মী ও সমাজের নিম্নআয়ের মানুষ। পুলিশের অন্যায়ের বিরুদ্ধে তাদের পক্ষে আইনি লড়াই চালানো সম্ভব নয়, আর সেই সুযোগটাই নিচ্ছে প্রশাসন।
গুরুগ্রামের জেলা প্রশাসকের একটি নির্দেশনার উল্লেখ করে ওয়াইসি বলেন, রোহিঙ্গা ও বাংলাদেশিদের চিহ্নিত করে ফেরত পাঠাতে এসওপি অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে, যা ভাষাভিত্তিক গ্রেপ্তারকে উৎসাহ দিচ্ছে। শুধু বাংলা ভাষায় কথা বলার জন্য কাউকে গ্রেপ্তার করা সম্পূর্ণ বেআইনি, বলেন তিনি।
ওয়াইসি আরও বলেন, সম্প্রতি পুনের বুধওয়ার পেঠ এলাকায় একটি রেড লাইট জোন থেকে পাঁচ নারীকে গ্রেপ্তারের ঘটনা তুলে ধরে বলা হচ্ছে তারা জাল কাগজ ব্যবহার করে ভারতে ঢুকেছিলেন। অথচ বিচ্ছিন্ন কয়েকটি ঘটনার অজুহাতে হাজারো বাংলাভাষী মুসলিমকে অবৈধ বলা যায় না।
এই পদক্ষেপকে ‘ব্যাকডোর এনআরসি’ হিসেবে উল্লেখ করে ওয়াইসি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, বন্দুকের মুখে কাউকে বাংলাদেশে ঠেলে দেওয়া যায় না।
অনলাইন ডেস্ক/আর কে-০২







