নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে আরাফাত শেখ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুলাই) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আরাফাত শেখ নলদী ইউনিয়নের হলদাহ গ্রামের প্রবাসী মোস্তাক শেখের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, সে মৃগী রোগে আক্রান্ত ছিল।
নলদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য আবু তালেব মোল্যা জানান, বিকেলে বাড়ির পাশের পুকুরপাড় দিয়ে গরু আনতে যাচ্ছিল আরাফাত। এ সময় হঠাৎ মৃগীর প্রকোপে পড়ে গিয়ে পানিতে ডুবে যায় সে। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।







