Saturday, December 6, 2025

ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে রুমা বেগম (২৮) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় স্বামী বিল্লাল শেখ (৩৩) বর্তমানে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ঘটনাটি ঘটে শনিবার (২৬ জুলাই) দিবাগত রাত ১টার দিকে, উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা পশ্চিমপাড়া গ্রামে। বিল্লাল শেখ ওই গ্রামের সোনা মিয়া শেখের ছেলে এবং অভিযুক্ত রুমা বেগম দিঘলিয়া ইউনিয়নের সারোল গ্রামের ফরিদ শেখের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে তাদের বিয়ে হয় এবং দম্পতির এক বছরের একটি পুত্রসন্তান রয়েছে।

আহত বিল্লাল শেখ জানান, “রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। রাত ১টার দিকে রুমা বটি দিয়ে আমার পুরুষাঙ্গ কাটার চেষ্টা করে। টের পেয়ে ঠেকাতে গেলে হাতেও আঘাত পাই। পরে পরিবারের সদস্যরা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।”

ঘটনার কারণ সম্পর্কে তিনি বলেন, “এমন ঘটনার কোনো কারণ আমি জানি না।”

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “ঘটনার পর অভিযুক্ত রুমা বেগমকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর