Friday, December 5, 2025

বিসিবির ম্যাচ রেফারি কর্মশালায় বাশার-রাজ্জাকসহ ৩০ জন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানে শুরু হয়েছে ভবিষ্যৎ ম্যাচ রেফারিদের নিয়ে দুই দিনব্যাপী একটি কর্মশালা। আজ (শনিবার) সকাল থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ চলবে প্রতিদিন বিকেল পাঁচটা পর্যন্ত।

বিসিবির আম্পায়ার্স বিভাগের একটি সূত্র জানায়, এই কর্মশালায় অংশ নিচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও সাবেক ক্রিকেটার ও নির্বাচক আব্দুর রাজ্জাক। উপস্থিত থাকবেন জাতীয় দলের আরও অনেক সাবেক ও বর্তমান ক্রিকেটার। আরাফাত সানী, ইলিয়াস সানী, নাইম ইসলাম ও ফজলে মাহমুদদেরও অংশ নিতে দেখা যাবে দুই দিনের এই কার্যক্রমে।

নারী ক্রিকেটারদের মধ্য থেকেও কয়েকজন অংশ নিচ্ছেন। তাদের মধ্যে অন্যতম সাবেক অধিনায়ক রুমানা আহমেদ।

মোট ৩০ জন আবেদনকারীকে এই কর্মশালায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রথম দিনে মূলত নতুন অংশগ্রহণকারীরা থাকবেন, আর দ্বিতীয় দিনে থাকবেন পুরোনো ও নতুনদের সমন্বয়ে প্রশিক্ষণ পর্ব।

প্রশিক্ষণ দিচ্ছেন অভিজ্ঞ ম্যাচ রেফারি এসএম রকিবুল হাসান ও নিয়ামুর রশিদ রাহুল।

এর আগে বিসিবির এক বিজ্ঞপ্তিতে আগ্রহীদের গত ২ জুনের মধ্যে সিভি ও আবেদনপত্র পাঠাতে বলা হয়। হাবিবুল বাশার ও আব্দুর রাজ্জাক শুরুতেই আবেদন জমা দেন, পরে যোগ দেন অন্যান্যরা।

অনলাইন ডেস্ক/আর কে-০৩

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর