Saturday, December 6, 2025

যশোরে বিদ্যুৎ সংযোগের কাজ করার সময় ইলেকট্রিশিয়ানের মৃত্যু

যশোরে বিদ্যুৎ স্পৃষ্টে নিহত হয়েছেন এক মিস্ত্রি । আজ সকাল ৮ টায় চাঁচড়া ডাল মিল এলাকায় মডেল সিটির একটি বিল্ডিংয়ে  কাজ করার সময় ইদ্রিস আলী ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইদ্রিস আলী খোলাডাঙ্গা আরবপুর গ্রামের বাসিন্দা এবং তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলেন। মডেল সিটির একটি বিল্ডিংয়ের বৈদ্যুতিক কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।

পরবর্তীতে স্থানীয়রা ইদ্রিস আলীর পরিবারকে ফোন করে খবর দিলে তারা দ্রুত তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর