অভয়নগরের নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম হত্যা মামলায় দুইজন আসামির দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুবাইদা গুলশান আরা রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন।
রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন অভয়নগরের মশিহাটি গ্রামের বিপুল রায়ের ছেলে বিপ্লব রায় এবং কুমারেশ মল্লিক।
মামলার অভিযোগে জানা যায়, গত ২২ মে তরিকুল ইসলাম তার সঙ্গী সুমনকে নিয়ে ডহরমাশিহাটি গ্রামের পিন্টু বিশ্বাসের বাড়িতে যান। সেখানে মাছের ঘের নিয়ে বিরোধ মীমাংসার জন্য উপস্থিত লোকজনের সঙ্গে আলোচনা করছিলেন। এ সময় একদল সন্ত্রাসী এসে তরিকুলকে ঘরের ভেতরে নিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। ঘটনার পর নিহতের ভাই অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভূঁইয়া দুই আসামিকে গ্রেফতার করে পাঁচ দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক প্রত্যেককে দুই দিন করে রিমান্ডে পাঠানোর আদেশ দেন।
রাতদিন সংবাদ







