বিশেষ প্রতিনিধিঃ নড়াইলের শেখহাটী তপনভাগ যুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বাড়াতে দেয়াল পত্রিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১টার দিকে বিদ্যালয়ের কনফারেন্স রুমে এডহক কমিটির সভাপতি আ.স.ম. ফারুক হোসেন ও প্রধান শিক্ষক আজম খাঁন দেয়াল পত্রিকার সম্পাদক সহকারী শিক্ষক অমর বাঁগচীকে সঙ্গে নিয়ে পত্রিকাটির আনুষ্ঠানিক প্রকাশ করেন।
প্রধান শিক্ষক তার বক্তব্যে শিক্ষার্থীদের লেখা ও দেয়াল পত্রিকা সম্পাদনার দায়িত্ব পালন করায় সম্পাদককে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের সৃজনশীল উদ্যোগ জলবায়ু বিষয়ে শিক্ষার্থীদের সচেতন ও উদ্বুদ্ধ করবে।
এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আর কে-০৯







