যশোরে স্ত্রীকে তালাক দেওয়ার জেরে হত্যার হুমকি দিয়েছে শ্যালক ও ভাইরাভাই। এ ঘটনায় শংকরপুর সন্যাসী দীঘিরপাড় এলাকার মনিরুল ইসলাম চারজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্তরা হলেন, মনিরুলের ভাইরাভাই নাজির শংকরপুর জিরো পয়েন্ট মোড়ের রবিউল ইসলাম, শ্যালক রফিকুল ইসলাম, শালিকা রুমি এবং শংকরপুর ভাঙ্গাগেট এলাকার নবাব ওরফে নাইস।
মনিরুল তার অভিযোগে উল্লেখ করেন, তার সঙ্গে বাসটার্মিনাল এলাকার রিনি খাতুনের বিয়ে হয়। বিয়ের পর রিনি পরকীয়ায় জড়িয়ে পড়েন। তাকে সংশোধনের চেষ্টা করেও ব্যর্থ হয়ে মনিরুল তাকে তালাক দেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠেন রিনির ভাই রবিউল, ভাইরাভাই রফিকুল ও অন্যরা। তারা মনিরুলের কাছে চাঁদা দাবি করেন এবং এরই মধ্যে ৫০ হাজার টাকাও আদায় করেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২৩ জুলাই রাত সাড়ে ৮টার দিকে মনিরুলের বাড়ির সামনে গিয়ে বিবাদীরা তাকে মারধর করে এবং এক লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় অভিযুক্ত নবাব ওরফে নাইস মোবাইলে ফোন করে সরাসরি হত্যার হুমকি দেন। বলেন, তোকে যেখানে পাব, সেখানেই হত্যা করব। নিজেকে নিরাপত্তাহীন মনে করে মনিরুল বাধ্য হয়ে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেন।
রাতদিন সংবাদ







