যশোরে জুসের মধ্যে চেতনানাশক মিশিয়ে এক ইজিবাইক চালকের ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। অজ্ঞান অবস্থায় চালককে ফেলে রেখে তারা গাড়িটি নিয়ে পালিয়ে যায়। বর্তমানে ওই চালক যশোর জেনারেল হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন। চালক তুহিন (১৮), যশোর সদর উপজেলার রাজারহাট গ্রামের মৃত তবিবুর রহমানের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৩ জুলাই) বিকেলে রূপদিয়া বাজার থেকে তিনজন যাত্রী তুহিনের ইজিবাইক রিজার্ভ করে যশোরের নীলগঞ্জ যাওয়ার কথা বলেন। পথে তারা তুহিনকে আপেল ও জুস খেতে দেন, যার মধ্যে চেতনানাশক ওষুধ মেশানো ছিল বলে ধারণা করা হচ্ছে। কিছুক্ষণ পর তুহিন অজ্ঞান হয়ে পড়েন।
পরে দুর্বৃত্তরা তাকে কোতোয়ালি থানাধীন ফতেপুর ইউনিয়নের আহাদ সাহেবের ইটভাটার পাশে ফেলে রেখে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তুহিনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তার পরিবারের সদস্যদের খবর দেন। পরে পরিবারের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
রাতদিন সংবাদ







