ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির। তিনি বলেন, ইরান ও তার মিত্রদের এখনো লক্ষ্যবস্তু হিসেবে দেখা হচ্ছে এবং অভিযান চলমান রয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) এক সামরিক মূল্যায়ন সভায় এই মন্তব্য করেন তিনি। ইসরায়েলি সেনাবাহিনীর প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
জামির জানান, তিনি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন— বৃহৎ ও ব্যাপক পরিসরে অভিযানের জন্য প্রস্তুত থাকতে,” বিশেষ করে যেখানে ইসরায়েল নিয়মিত বিমান ও স্থল অভিযান পরিচালনা করছে। তিনি আরও বলেন, “সিরিয়া ও হিজবুল্লাহ যেন কৌশলগত সামর্থ্য অর্জন করতে না পারে— সে বিষয়ে আমরা সচেষ্ট থাকব এবং আমাদের অভিযানের স্বাধীনতা বজায় রাখব। পাশাপাশি জুডিয়া ও সামারিয়া (ওয়েস্ট ব্যাংক) অঞ্চলেও আমরা সক্রিয় থাকব।
গাজা উপত্যকার যুদ্ধ সম্পর্কে সেনাপ্রধান বলেন, এটি ইসরায়েলি সেনাবাহিনীর ইতিহাসে অন্যতম জটিল ও কঠিন যুদ্ধ। এতে চড়া মূল্য দিতে হচ্ছে, কিন্তু আমরা আমাদের লক্ষ্য— হামাসকে ধ্বংস ও জিম্মিদের মুক্তি— অর্জিত না হওয়া পর্যন্ত থামব না।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের অভিযানে গাজায় এখন পর্যন্ত ৫৯ হাজার ১০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এই সংঘাতে গাজার স্বাস্থ্যব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে, সৃষ্টি হয়েছে চরম খাদ্যসংকট এবং অঞ্চলটি প্রায় বসবাসের অযোগ্য হয়ে উঠেছে।
এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা চলছে।
অনলাইন ডেস্ক/আর কে-০২







