Saturday, December 6, 2025

যশোরে ভাড়ার টাকা চাওয়ায় ভ্যানচালককে মারধর, হাসপাতালে ভর্তি

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি বাজারে ভাড়ার টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ভ্যানচালককে মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চুড়ামনকাটি উত্তরপাড়ার আমের আলী গুলদারের ছেলে ভ্যানচালক ইসলামকে ভাড়া করে বাবুবাজারে যান একই এলাকার ভাজাপোড়া বিক্রেতা সালাউদ্দিনের ছেলে তানজিল। গন্তব্যে পৌঁছানোর পর ভাড়ার টাকা নিয়ে তানজিলের সঙ্গে ইসলামের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তানজিল রেগে গিয়ে ভাজাপোড়া বানানোর লোহার হাতল দিয়ে ইসলামকে বেধড়ক মারধর করে।

রক্তাক্ত অবস্থায় বাজারের লোকজন তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। এ ঘটনায় বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ তীব্র নিন্দা জানিয়েছেন।ইসলামের পরিবার জানিয়েছে, তারা থানায় অভিযোগ দিতে প্রস্তুতি নিচ্ছেন।

মহব্বত আলী, চুড়ামনকাটি প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর