Saturday, December 6, 2025

জেইউজে থেকে সাংবাদিক শহিদুল ইসলাম দইচকে সাময়িক বহিষ্কার

সাংবাদিক ইউনিয়ন যশোর (জেইউজে)-এর  সদস্য শহিদুল ইসলাম দইচকে সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২১ জুলাই) সংগঠনের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সভায় তাকে শোকজ করা হয়েছে। আগামী তিনদিনের মধ্যে তাকে লিখিতভাবে এ নোটিশের জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে তার বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হবে জানানো হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আকরামুজ্জামান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এসএম ফরহাদ। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি বিএম আসাদ, যুগ্ম-সম্পাদক গালিব হাসান পিল্টু, কোষাধ্যক্ষ এএআর মশিউর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী রফিকুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য হানিফ ডাকুয়া। সাংবাদিক ইউনিয়ন যশোরের দপ্তর সম্পাদক জুবায়ের আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর