সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিক (২০২৫-২০৩০) এবং বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের কামালনগর লেক ভিউ রিসোর্টে এই কর্মশালার আয়োজন করে রূপান্তর ও আশাশুনি উপজেলা প্রশাসন।
গোফরইমপ্যাক্ট কর্মসূচির আওতায় সুইজারল্যান্ড, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কনসোর্টিয়ামের যৌথ সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাসরুবা ফেরদৌস।
প্রশিক্ষণ পরিচালনা করেন বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব এম শফিকুল ইসলাম।
আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়ের সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ওয়াটারএইড বাংলাদেশের পলিসি অ্যান্ড গভর্ন্যান্স স্পেশালিস্ট রঞ্জন কুমার ঘোষ, স্টেকহোল্ডার এনগেজমেন্ট এক্সপার্ট সাঈদ মাহাদী, রূপান্তরের প্রকল্প ব্যবস্থাপক সৈয়দ আসাদুল হকসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা।
প্রধান অতিথি মাসরুবা ফেরদৌস বলেন, “গোফরইমপ্যাক্ট কর্মসূচি ইউনিয়ন পর্যায়ের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে সহায়তা করছে। জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়ন টেকসই হয় না। শুধু রাস্তা-ঘাট নয়, মানুষের জীবনমান উন্নয়নে নজর দিতে হবে।”
তিনি আরও বলেন, “২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে প্রতিটি ইউনিয়ন পরিষদকে তাদের পরিকল্পনা চূড়ান্ত করে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো ও কর্মসংস্থানে সমন্বিত উন্নয়নের লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”







