সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে এবার নেই আলাদা ফাইনাল ম্যাচ। তবে আজ (সোমবার) বাংলাদেশ-নেপাল ম্যাচটি হয়ে উঠেছে অঘোষিত ফাইনাল। সন্ধ্যা ৭টায় কিংস অ্যারেনায় মাঠে গড়াবে প্রতীক্ষিত এই লড়াই।
বৃষ্টির কারণে টুর্নামেন্টের ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হয় কিংস অ্যারেনার অনুশীলন মাঠে। তবে মূল মাঠের অবস্থার উন্নতি হওয়ায় আবারও ফিরছে খেলা কিংস অ্যারেনায়।
চলমান টুর্নামেন্টে পাঁচ ম্যাচে বাংলাদেশ পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে। সমান ম্যাচে নেপালের পয়েন্ট ১২। আজকের ম্যাচে বাংলাদেশ ড্র করলেই চ্যাম্পিয়ন। তবে নেপাল জিতলে উভয়ের পয়েন্ট হবে ১৫। তখন ফল নির্ধারণে আসবে নানা হিসাব-নিকাশ।
টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী, পয়েন্ট সমান হলে হেড টু হেড বিবেচনায় নেওয়া হবে। নেপাল যদি এক গোলের ব্যবধানে জেতে, তাহলে হেড টু হেডেও দুই দল সমতায় থাকবে। তখন গ্রুপ পর্বের সামগ্রিক গোল ব্যবধানে এগিয়ে থাকবে নেপাল এবং চ্যাম্পিয়ন হবে তারাই।
গত আসরে এই টুর্নামেন্টে বিতর্ক সৃষ্টি হয়েছিল টাইব্রেকারে। ১১টি শট নেওয়ার পরও ফলাফল না আসায় ম্যাচ কমিশনার টস করে শিরোপা নির্ধারণ করেন, যেখানে জেতে ভারত। বাংলাদেশ আপত্তি জানালে দুই দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। যদিও ভারত এতে সন্তুষ্ট ছিল না।
চলতি আসরের বাইলজেও কিছু জটিলতা রয়েছে। হেড টু হেড সমতা হলে ‘টাইব্রেকার’ শব্দটি রাখা হলেও এর ব্যাখ্যা নিয়ে রয়েছে বিভ্রান্তি। সাফ সচিবালয়ের ব্যাখ্যায়, এটি পেনাল্টি নয়, বরং সমতা ভাঙার নানা নিয়ম বোঝায়।
বাংলাদেশ অবশ্য কোনো জটিল সমীকরণে যেতে চায় না। স্বাগতিকরা চায় নেপালকে হারিয়ে সরাসরি শিরোপা নিশ্চিত করতে। কোচ থোমাস বাটলার গত তিন ম্যাচে পূর্ণ শক্তির একাদশ নামাননি। তবে আজ তিনি শক্তিশালী দল নিয়েই নামতে পারেন। দলে ফিরছেন তিন ম্যাচ নিষেধাজ্ঞা কাটিয়ে সেরা ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকা, যিনি গত আসরে ছিলেন সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়।
অনলাইন ডেস্ক/আর কে-০৫







