Saturday, December 6, 2025

লোহাগড়ায় ডোবা থেকে মানসিকভাবে অসুস্থ নারীর মরদেহ উদ্ধার

লোহাগড়া প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় একটি ডোবা থেকে মর্জিনা বেগম (৬০) নামে এক মানসিকভাবে অসুস্থ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ জুলাই) সন্ধ্যায় উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বাঁকা গ্রামের মধ্যপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মর্জিনা বেগম একই ইউনিয়নের বাঁকা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা, মৃত তোবারেক শেখের মেয়ে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, মর্জিনা বেগম গত বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন এবং মাইকিংয়ের মাধ্যমে তার সন্ধান চান।

তিন দিন পর রোববার সন্ধ্যায় পাশের মধ্যপাড়া গ্রামের আরিফ কাজীর বাড়ির পাশে একটি ডোবায় ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি একটি স্বাভাবিক মৃত্যু হতে পারে। তবে নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর