Friday, December 5, 2025

যশোরে স্ত্রীর খোঁজে এক হাতে রিকশার হ্যান্ডেল, অন্য হাতে ছবি নিয়ে পথে পথে আলী

রিক্সার চাকা ঘুরছে, ঘুরছে আলী হোসেনের ভালোবাসার অনুসন্ধানও। এক হাতে রিক্সার হ্যান্ডেল, আরেক হাতে স্ত্রীর  ছবি, এই নিয়েই এখন যশোর শহরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন ঘোপ সেন্ট্রাল রোডের আলী হোসেন। যার মুখে সবার জন্য একটিই কথা,
ভাই, এই মেয়েটাকে চেনেন? ওর নাম মিলি। আমাকে ফেলে চলে গেছে। আমি ওকে খুব ভালোবাসি। একটা ভাঙা প্রেম, এক অদম্য অপেক্ষা আর সন্তানের মুখের দিকে তাকিয়ে মিলির খোঁজে ছুটে চলেছেন এই মানুষটি। শহরের প্রতিটি মোড়, প্রতিটি অলিগলি যেন এখন তার ভালোবাসার মানচিত্র।

আলী জানালেন, ১০ বছর আগে চাঁচড়া রাজবাড়ী গ্রামের বাবর আলীর মেয়ে মিলিকে বিয়ে করেন তিনি। তাদের সংসারে জন্ম নেয় একমাত্র সন্তান রিদয়(৮)। কিন্তু মাস খানেক আগে হঠাৎ মিলি ছেলে রিদয়কে নিয়ে ঘর ছেড়ে চলে যান। তারপর থেকে আর ফেরেননি। আত্মীয়দের বাড়িতে খোঁজ করে হতাশ হয়ে এখন শহরের রাস্তাগুলোকেই নিজের ভরসা করেছেন আলী।

তিনি আরও জানান কেউ বলছেন, মিলি নাকি এখন অন্য কারো সঙ্গে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। পৌর পার্ক, কিংবা রেলস্টেশন এলাকায় তার দেখা যাচ্ছে । তবে আলীর চোখে মিলি এখনো হারিয়ে যাওয়া সেই ভালোবাসার মানুষ, যাকে ফিরে পাওয়ার আশায় তিনি রিক্সার চাকা ঘোরান প্রতিদিন। তবে, তিনি এ বিষয়ে কোনো দপ্তরেই অভিযোগ করেন নি।

কেন অভিযোগ করেন নি, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোথাও কোনো অভিযোগ করিনি, করবও না। আমি মিলিকে এখনো ভালোবাসি। আমি চাই না ও পুলিশের হাতে আটক হোক। আমি শুধু চাই, ও ফিরে আসুক।

বিশেষ প্রতিনিধি

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর