৩৮ বছর বয়সেও মাঠ কাঁপাচ্ছেন লিওনেল মেসি। তার অসাধারণ নৈপুণ্যে নিউইয়র্ক রেড বুলসকে ৫-১ ব্যবধানে বিধ্বস্ত করেছে ইন্টার মিয়ামি। ম্যাচে জোড়া গোল করার পাশাপাশি আরও দুটি গোলে সরাসরি অবদান রাখেন আর্জেন্টাইন মহাতারকা।
নিজেদের মাঠে আলেকজান্ডার হাকের গোলে শুরুতেই এগিয়ে যায় রেড বুলস। তবে ২৪তম মিনিটে মেসির নিখুঁত থ্রু পাস থেকে বাঁ পায়ের শটে গোল করে মিয়ামিকে সমতায় ফেরান জর্দি আলবা। এরপর মেসির আরেকটি পাস থেকে আলবার সহায়তায় গোল করেন তরুণ মিডফিল্ডার তেলাস্কো সেগোভিয়া। প্রথমার্ধে আরেকটি গোল করে সেগোভিয়া মায়ামির লিড বাড়ান ৩-১-এ।
দ্বিতীয়ার্ধে নিজেই গোল উৎসবে যোগ দেন মেসি। ৬০তম মিনিটে সার্জিও বুসকেটসের পাস থেকে এবং ৮৫তম মিনিটে লুইস সুয়ারেজের পাস পেয়ে আরও দুটি গোল করে ম্যাচে জোড়া গোল পূর্ণ করেন তিনি।
গত সাত ম্যাচের মধ্যে ছয়টিতেই জোড়া গোল করেছেন মেসি। তার দুর্দান্ত ফর্মে ইস্টার্ন কনফারেন্সের পঞ্চম স্থানে উঠে এসেছে ইন্টার মিয়ামি, যারা শীর্ষ দলের চেয়ে মাত্র ছয় পয়েন্ট পিছিয়ে রয়েছে, হাতে রয়েছে আরও তিনটি ম্যাচ।
অনলাইন ডেস্ক/আর কে-০৪







