Friday, December 5, 2025

যশোরের বাঘারপাড়ায় ৮ দলের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বাঘারপাড়া: বাঘারপাড়ার করিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে ৮ দলের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই -২০২৫) করিমপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আট দলীয় এক বিশাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্ট শুরু হয় সকাল দশটায়।এতে স্বাগতিক দল হিসেবে অংশগ্রহণ করে করিমপুর ফুটবল টিম। এছাড়াও বসুন্দিয়া,যশোর, রাধানগর, তেঘরি এসব স্থান থেকে মোট আট দল অংশগ্রহণ করে। প্রচুর দর্শকের সমাগম হয় এই ফুটবল ম্যাচ দেখার জন্য। ৮ দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর, ফাইনাল ম্যাচে খেলে স্বাগতিক করিমপুর একাদশ এবং যশোর একাদশ । এক উত্তেজনা পূর্ণ ম্যাচ শেষে যশোর ফুটবল টিম বিজয়ী হয় এবং করিমপুর ফুটবল টিম রানার্সআপ হয়। অসংখ্য দর্শকের উপস্থিতি বলে দেয় অনেকদিন পর এমন একটি টুর্নামেন্ট দেখতে পেরে তারাও খুশি।খেলা শেষে খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন এলাকার সম্মানীয় ব্যক্তি সাবেক ইউপি সদস্য গোলাম মোস্তফা, এবং এই খেলায় সার্বিক সহযোগিতা প্রদান করেন আশাফুর রহমান তুহিন।এছাড়াও পুরস্কার প্রদান অনুষ্ঠানে এলাকার সম্মানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর