সাতক্ষীরা প্রতিনিধি: শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিয়ে অশালীন বক্তব্য ও কতুক্টির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সাংস্কৃতিক সংস্থা সাতক্ষীরা জেলা জাসাসের আয়োজনে শনিবার বিকালে শহরের খুলনা রোড মোড়ে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।
জেলা জাসাসের আহবায়ক জিল্লুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন বক্তব্য রাখেন,জেলা জাসাসের সদস্য সচিব ফারুক হোসেন,পৌর বিএনপির যুগ্ম সম্পাদক এম এ রাজ্জাক,সদর উপজেলার আহবায়ক আব্দুল কাদের,পাটকেলঘাটা উপজেলার সামিউল ইসলাম রুবলে,তালা উপজেলার আহবায়ক ফারুক হোসেন,দেবহাটা উপজেলার আহবায়ক মনিরুজ্জামান মনি,আশাশুনি উপজেলার আহবায়ক মিজ্জা আসাদুজ্জামান, শ্যামনগর উপজেলার আহবায়ক করিম গাজী,কালীগঞ্জের উপজেলার আহবায়ক মুরশীদ আলী গাজী,জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিজ্জা অর্ঘ্য,পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আলামিন হোসেন সহ আরো অনেকে।
মানববন্ধনে বক্তরা বলেন,শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বহুদলীয় গণতন্ত্রের অগ্রপথিক। তার ছবি নিয়ে অবমাননাকর আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারেক রহমান দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা তার প্রতি কটূক্তি বিএনপির নেতাকর্মীরা মেনে নিবে না । বক্তরা আরো বলেন,অবিলম্বে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের হলে দেশের জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির নেতাকর্মীরা এসব ষড়যন্ত্রের জবাব দিতে প্রস্তুত রয়েছে বিএনপির নেতাকর্মীরা।







