Wednesday, April 30, 2025

জীবননগরে অসহায় দুস্থ মানুষের চিকিৎসায় ফ্রি মেডিকেল ক্যাম্প

চুয়াডাঙ্গা  প্রতিনিধি: চুয়াডাঙ্গা জীবননগর পৌর এলাকার লক্ষীপুর খাঁ পাড়ায় অসহায় দুস্থ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে শনিবার সকাল ১০ টায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সাংবাদিক জামাল হোসেন খোকনের আর্থিক সহায়তায় সেচ্ছাসেবী সংস্থা শিকড় সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে এ ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়। এতে প্রায় দুইশ অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা ও ওষুধ দেয়া হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএম ও ডা. হেদায়ত বিন মাহমুদ সেতু।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জীবননগর পৌরসভার সাবেক কাউন্সিলর হাজী আব্দুল ওহাব। প্রধান অতিথি ছিলেন মাই টিভির সিনিয়র ক্রাইম রিপোর্টার সাংবাদিক এসকে লিটন। বিশেষ অতিথি ছিলেন জীবননগর পৌরসভার কাউন্সিলর পদপ্রার্থী সাংবাদিক জামাল হোসেন খোকন, প্রবীণ সমাজ সেবক আব্দুর রহমান মিস্ত্রি, তরুণ সমাজ সেবক দীন ইসলাম, মুকুল মিয়া, লিটন খাঁন, খসরু খাঁন, সাগর খাঁন, ফারুক খাঁন।এছাড়াও উপস্থিত ছিলেন, কুদ্দুস হালদার, আক্কাস আলী, কলম, ছমির,সাফা, কামরুল, রেজাউল,দিলদার, খোকন খাঁসহ সুধীমহল।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সেচ্ছাসেবী সংগঠন শিকড় সমাজ কল্যাণ সংস্থার চুয়াডাঙ্গা জেলা  সাধারণ সম্পাদক সাংবাদিক মিঠুন মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক এসকে লিটন বলেন, মানুষের সেবায় সেচ্ছাসেবী সংগঠন শিকড় সমাজ কল্যাণ সংস্থা সবসময় কাজ করছেন। তাই এই সংগঠনের যে কোন কাজে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর