তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ (বুধবার) সকালে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দলের প্রথম বহর। অধিনায়ক সালমান আলি আগাসহ সাইম সাইয়ুব, ফখর জামান, মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, খুশদিল শাহ এবং কয়েকজন কোচিং স্টাফ করাচি–দুবাই হয়ে ঢাকায় পা রাখেন। দলের বাকি সদস্যরা বিকেলে এসে পৌঁছানোর কথা রয়েছে।
আগামী ২০, ২২ ও ২৪ জুলাই মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-পাকিস্তানের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে পাকিস্তানি অধিনায়ক সালমান আলি আগা বলেন, ‘বাংলাদেশ যেকোনো কন্ডিশনেই ভালো দল। নিজেদের কন্ডিশনে তো আরও ভালো, রেকর্ড ঘাঁটলে দেখবেন, দুনিয়ার অনেক ভালো দলকেও হারিয়েছে। ফলে আমাদের এসব ব্যাপারে ভালো ধারণা আছে এবং আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছি।’
অধিনায়কত্বের চ্যালেঞ্জ নিয়ে সালমান আগা বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিদিনই নতুন চ্যালেঞ্জ আসে। জীবন যেমন চলে, ক্যারিয়ারও তেমনি এগোয়। মানিয়ে নিয়ে চলতে হয়, আমিও সেটাই করছি।’
উল্লেখ্য, গত মাসে পাকিস্তান সফরে গিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ দল।
অনলাইন ডেস্ক/আর কে-০৪







