নড়াইল প্রতিনিধি: নড়াইল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ভওয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বছরজুড়েই জলাবদ্ধতা লেগে থাকে। সামান্য বৃষ্টি হলেই মাঠে পানি জমে যায়, টানা বৃষ্টিতে পরিণত হয় যেন এক দিঘিতে। এতে চরম দুর্ভোগে পড়েছে বিদ্যালয়ের সাড়ে চার শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক।
বিদ্যালয়ের দুটি ভবনের একটি উত্তর পাশে, যেখানে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির ক্লাস হয় এবং রয়েছে অফিস ও শিক্ষক মিলনায়তন। অপর ভবনটি দক্ষিণ পাশে, যেখানে শিশু, প্রথম ও দ্বিতীয় শ্রেণির ক্লাস চলে। দুটি ভবনের দূরত্ব প্রায় ১০০ মিটার। মাঝখানে মাঠটি বছরের সাত মাস পানির নিচে থাকে। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা এমন পর্যায়ে পৌঁছায় যে, দুটি ভবনের বারান্দা পর্যন্ত ডুবে যায়। শিক্ষার্থীরা ভিজে জামাকাপড় ও জুতা পরে ক্লাসে আসে। অনেকে পানি এড়াতে ঘুরে ঘুরে স্কুলে আসে, কেউবা স্কুলেই আসতে পারছে না।
তৃতীয় শ্রেণির ছাত্রী দৃষ্টি বিশ্বাস জানায়, ‘‘বেশ কিছুদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, মাঠে পানি জমে আছে। তাই স্কুলে যাওয়া বন্ধ রেখেছি।’’
পঞ্চম শ্রেণির ছাত্রী উমামা নাজ হৃদিতা, মালিহা তাবাচ্ছুম ও তানহা জারিন বলে, ‘‘ড্রেস ভিজে যায়, জুতা পরে ক্লাসে আসতে পারি না। অনেক সময় ড্রেনে পড়ে যাই। পানির কারণে টিফিনের সময় খেলতেও পারি না।’’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর জাহান বলেন, ‘‘১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ের শুরু থেকেই মাঠে জলাবদ্ধতার সমস্যা চলে আসছে। শহরের কুরিগ্রাম এলাকার বিস্তীর্ণ পানি এই মাঠ হয়ে নামে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ক্লাস কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একই ভবনে অতিরিক্ত ক্লাস চালাতে হচ্ছে, শিশুরা খেলাধুলাও করতে পারছে না।’’
স্থানীয় বাসিন্দা কলেজ শিক্ষক গোলক চন্দ্র বিশ্বাস, ব্যবসায়ী মনিরুল ইসলাম, মো. শাকিল ও রওশন আরা বলেন, ‘‘শহরের অধিকাংশ পানি এই মাঠে এসে জমে। চার বছর আগে একটি সরু ড্রেন করা হলেও তা নিয়মিত পরিষ্কার না করায় কার্যকর নয়। আগের মেয়র ড্রেন নির্মাণে উদ্যোগ নিলেও জমির সংকটে তা থেমে যায়। ফলে জলাবদ্ধতা থেকে মুক্তি মিলছে না।’’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, ‘‘দুই মাস আগে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বিদ্যালয়টি পরিদর্শন করেছেন। তিনি সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।’’
এ বিষয়ে নড়াইল পৌরসভার নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, ‘‘বর্তমানে পৌরসভায় নতুন ড্রেন নির্মাণের জন্য কোনো বরাদ্দ নেই। তবে ফ্রান্সের অর্থায়নে ‘সেভেন টাউন প্রজেক্ট’-এর আওতায় নড়াইল পৌরসভা নির্বাচিত হয়েছে। সম্ভাব্যতা যাচাই শেষ হয়েছে, ২০২৬ সাল থেকে প্রকল্প বাস্তবায়ন শুরু হতে পারে। এই প্রকল্পের মাধ্যমে ড্রেনেজ সমস্যার সমাধান হবে বলে আশা করছি।’’







