সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে ১ হাজার বিঘা জমির মালিকদের বকেয়া “হারির” (ভাড়া/লিজ বাবদ) টাকা পরিশোধ না করে সন্ত্রাসী নিয়োগ ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে হরিণগর এলাকার জমির মালিক ও স্থানীয় জনগণের আয়োজনে শ্যামনগর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, জমির মালিক আব্দুল হালিম, মোহাম্মদ আবু হামজা, রফিকুল ইসলাম, সিদ্দিকুর রহমানসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন, এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তাদের জমি ব্যবহার করে চিংড়ি ও ধান উৎপাদন করলেও চুক্তি অনুযায়ী “হারির” টাকা পরিশোধ করছেন না। বরং পাওনা টাকা চাইতে গেলে জমির মালিকদের সন্ত্রাসীদের দিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে এবং মিথ্যা ও হয়রানিমূলক মামলায় জড়ানো হচ্ছে।
তারা আরও বলেন, এই অপচেষ্টার মাধ্যমে জমি জবরদখলের চক্রান্ত চলছে। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানালেও তাতে সাড়া মেলেনি।
মানববন্ধন শেষে জমির মালিকরা শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি জমা দেন।
জমির মালিকরা দ্রুত পাওনা টাকা পরিশোধ, হয়রানি বন্ধ এবং নিরাপত্তার নিশ্চয়তা চেয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।







