Friday, December 5, 2025

সাতক্ষীরায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’র ভিত্তিপ্রস্তর স্থাপন

সাতক্ষীরা প্রতিনিধি: জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে সাতক্ষীরায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (চৌদ্দই জুলাই) দুপুরে বৈরী আবহাওয়ার মধ্যেও সাতক্ষীরা শহরের কাটিয়াস্থ জেলা পরিষদের পুরাতন ডাকবাংলো চত্বরে এই ভিত্তিপ্রস্তরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, জেলা সিভিল সার্জন ডা. আব্দুল সালামসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, “জুলাই আন্দোলনে বীর শহীদদের স্মরণে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। দেশের ৬৪ জেলায়ই এমন স্মৃতিস্তম্ভ নির্মাণের পরিকল্পনা রয়েছে। আশা করি, আগামী ৫ আগস্ট এই স্থানে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো সম্ভব হবে।”

এ স্মৃতিস্তম্ভ জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় স্মরণে রাখতে নতুন প্রজন্মকে উৎসাহিত করবে বলেও তিনি মন্তব্য করেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর