Friday, December 5, 2025

মিয়ানমারে উলফার ঘাঁটিতে ভারতীয় ড্রোন হামলায় ৩ শীর্ষ নেতা নিহত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা)’র মিয়ানমারে অবস্থিত ঘাঁটিতে ভারতীয় সেনাবাহিনীর ড্রোন হামলায় অন্তত তিনজন শীর্ষ নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি।

রোববার ভোরে মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় এ হামলা চালানো হয় বলে উলফার পক্ষ থেকে একাধিক বিবৃতিতে বলা হয়েছে।

উলফা জানায়, প্রথম দফার হামলায় তাদের একজন শীর্ষ কমান্ডার নিহত ও ১৯ জন আহত হন। পরে দ্বিতীয় দফার হামলায় আরও দুইজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হন। এ হামলায় উলফার অন্যান্য সদস্য ছাড়াও কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলেও দাবি করেছে তারা।

তবে ভারতীয় কর্তৃপক্ষ এ হামলার দায় অস্বীকার করেছে।

উল্লেখ্য, মিয়ানমারের সীমান্ত লাগোয়া এলাকায় উলফাসহ ভারতের কয়েকটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ঘাঁটি রয়েছে। এসব গোষ্ঠীর সঙ্গে সীমান্তপারের সংখ্যালঘু জাতিগোষ্ঠীর ভাষাগত, সাংস্কৃতিক ও জাতিগত সম্পর্ক রয়েছে।

উলফার পাশাপাশি মণিপুরের স্বাধীনতার দাবিতে লড়াইরত পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

উল্লেখযোগ্য যে, ২০২৩ সালে উলফার একটি অংশ ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে শান্তিচুক্তি করে এবং অস্ত্র ত্যাগের ঘোষণা দেয়।

গত কয়েক বছরে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে বিদ্রোহীদের হামলার পরিমাণ অনেক কমলেও, গত তিন দশকে এ ধরনের সংঘাতে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে, যাদের অধিকাংশই ছিলেন বেসামরিক নাগরিক।

অনলাইন ডেস্ক/আর কে-০৩

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর