Friday, December 5, 2025

টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করে রেকর্ডের পর রেকর্ড দুর্দান্ত মেসির

বয়স ৩৮ পেরিয়েছে কিছুদিন হলো, কিন্তু সেটির কোনো ছাপই যেন রাখছেন না আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আমেরিকান মেজর লিগ সকারে (এমএলএস) তিনি একেবারে উড়ন্ত ফর্মে রয়েছেন। সর্বশেষ পাঁচ ম্যাচেই ইন্টার মায়ামির জার্সিতে জোড়া গোল করেছেন মেসি। আজ (রোববার) ভোরে তার এমন জোড়া গোলেই ন্যাশভিল এসসিকে ২-১ ব্যবধানে হারিয়েছে মায়ামি।

এর আগে গত ম্যাচেই এমএলএস ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা চার ম্যাচে একাধিক গোলের নজির গড়েন মেসি। এবার সেই রেকর্ড টেনে নিয়েছেন টানা পাঁচ ম্যাচ পর্যন্ত। মন্ট্রিয়েল, কলম্বাস ক্রু, আবার মন্ট্রিয়েল, নিউ ইংল্যান্ড রেভ্যুলুশন ও ন্যাশভিল—সবগুলো ম্যাচেই মেসি করেছেন জোড়া গোল।

এছাড়া ফ্রি-কিকে করা গোলেও গড়েছেন নতুন রেকর্ড। তিনি এখন ফ্রি-কিকে চতুর্থ সর্বোচ্চ ৬৯টি গোলের মালিক। এর মধ্যে ২০১৮ সালের পর করা ফ্রি-কিক গোলই ৩৫টি, যেখানে ওই সময়ের মধ্যে পেনাল্টি থেকে তার গোল ৩৩টি।

ন্যাশভিলের বিপক্ষে সপ্তদশ মিনিটেই প্রথম গোলটি করেন মেসির  নিচু ফ্রি-কিকে দুর্দান্ত শটে। দ্বিতীয় গোলটি আসে ৬২ মিনিটে, প্রতিপক্ষ গোলরক্ষকের ভুল পাস ধরে মেসি ঠাণ্ডা মাথায় বল জালে জড়ান।

চলতি এমএলএস মৌসুমে ১৬ ম্যাচে মেসির গোলসংখ্যা ১৫, সঙ্গে ৬টি অ্যাসিস্ট। অর্থাৎ মোট ২১ গোলে সরাসরি অবদান রেখেছেন এলএমটেন। ২০২৩ সালের গ্রীষ্মে মায়ামিতে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ৬৬ ম্যাচে তার গোলসংখ্যা ৫৫। জাতীয় দল ও ক্লাব মিলিয়ে তার মোট গোল ৮৭২টি।

এই ম্যাচে ন্যাশভিলের হয়ে একমাত্র গোলটি করেন হ্যানি মুখতার। তবে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে পঞ্চম স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। টানা ষষ্ঠ জয়ে ১৯ ম্যাচে তাদের সংগ্রহ ৩৮ পয়েন্ট। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ৪৩, ২২ ম্যাচে।

মেসির এমন পারফরম্যান্সে উচ্ছ্বসিত তার সাবেক সতীর্থ ও বর্তমানে ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো। তিনি বলেন,

সত্যিকার অর্থে তাকে এই মুহূর্তে নিজের দলে পাওয়া আশীর্বাদের মতো। এর বেশি কিছু বলার নেই। মেসির রেকর্ড ভাঙার ধারাবাহিকতা অবিশ্বাস্য—এখন তো প্রায় প্রতি তিনদিনেই একটা রেকর্ড হচ্ছে। সে একজন নেতা, যিনি আমাদের শেখাচ্ছেন কীভাবে প্রতিযোগিতা করতে হয় এবং কীভাবে নিজেকে ধরে রাখতে হয়।

অনলাইন ডেস্ক/আর কে-০৫

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর