নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়ায় এসএসসি পরীক্ষায় ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বিষয়ে পাস করেও ‘কৃষিশিক্ষা’ বিষয়ে অকৃতকার্য দেখানো হয়েছে এক শিক্ষার্থীকে, অথচ তিনি ওই বিষয়ে পরীক্ষাই দেননি। এমন অদ্ভুত ঘটনায় বিস্ময় ছড়িয়েছে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে।
ঘটনাটি ঘটেছে উপজেলার লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের কারিগরি শাখার শিক্ষার্থী মো. রোমান মোল্যার ফলাফলে। তিনি ২০২১-২২ শিক্ষাবর্ষে বিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ট্রেডে নবম শ্রেণিতে ভর্তি হন এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেন। সে বছর ১৫টি বিষয়ে পরীক্ষায় অংশ নিয়ে ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বিষয়ে অকৃতকার্য হন। যদিও ‘কৃষিশিক্ষা’ বিষয়ে পান ‘এ’ গ্রেড।
পরের বছর, ২০২৪ সালে তিনি শুধু ফেল করা ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বিষয়ে পরীক্ষা দেন, কিন্তু পুনরায় পাস করতে ব্যর্থ হন। তবে ২০২৫ সালে আবারও একই বিষয়ে পরীক্ষা দিয়ে তিনি A- গ্রেড অর্জন করেন।
বিভ্রান্তির শুরু এখানেই। বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ ফলাফলে দেখা যায়, তিনি ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বিষয়ে পাস করলেও ‘কৃষিশিক্ষা’ বিষয়ে তাকে ফেল দেখানো হয়েছে এবং সামগ্রিকভাবে GPA ৪.১৪ উল্লেখ করা হয়েছে।
শিক্ষার্থী রোমান মোল্যা বলেন, আমি শুধু ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বিষয়েই পরীক্ষা দিয়েছি। ‘কৃষিশিক্ষা’ বিষয়ে তো আমি পরীক্ষাই দিইনি। বোর্ড আমাকে সেই বিষয়ে ফেল দেখিয়েছে—এটা কীভাবে সম্ভব?
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দা মহিউদ্দিন বলেন, যে বিষয়ের পরীক্ষা দেয়নি, সেই বিষয়ে ফেল দেখানো—এটা স্পষ্ট বোর্ডের গাফিলতি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামান জানান, এ বিষয়টি আমরা জেনেছি। বোর্ডের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। সম্ভবত এটি টাইপিং মিসটেক। তবে যেভাবেই হোক, এটি দুঃখজনক এবং সংশোধন হওয়া জরুরি।
আর কে-০২







