Friday, December 5, 2025

সাকিবের ব্যর্থতায় হোবার্টের কাছে বড় ব্যবধানে হারলো দুবাই ক্যাপিটালস

গ্লোবাল সুপার লিগের প্রথম ম্যাচে অলরাউন্ড নৈপুণ্যে দলকে জেতালেও দ্বিতীয় ম্যাচে ছিলেন পুরোপুরি নিস্প্রভ—ফলে হারের তেতো স্বাদ নিতে হয়েছে সাকিব আল হাসান ও তার দল দুবাই ক্যাপিটালসকে। হোবার্ট হ্যারিকেন্সের বিপক্ষে ৭ উইকেটের বড় হারে পয়েন্ট টেবিলেও ধাক্কা খেয়েছে দলটি।

ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করতে নামে দুবাই ক্যাপিটালস। তবে শুরুর ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি তারা। একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি। মিডল অর্ডারে নেমে আগের ম্যাচের মতো কোনো অবদান রাখতে পারেননি সাকিব। ১০ বল খেলে মাত্র ৭ রান করে ফিরে যান ডাগআউটে। তার ব্যর্থতায় ধসে পড়ে ব্যাটিং লাইনআপ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ মাত্র ১৪১ রান।

জবাবে ব্যাট করতে নেমে হোবার্ট হ্যারিকেন্স শুরু থেকেই খেলতে থাকে আত্মবিশ্বাসের সঙ্গে। ধীরে-সুস্থে লক্ষ্যের দিকে এগিয়ে যায় তারা। সাকিব বল হাতে চার ওভার করলেও ছিলেন নিষ্প্রভ। ৩৪ রান খরচ করে উইকেটশূন্য ছিলেন বাংলাদেশের এই তারকা।

শেষ পর্যন্ত ৩ ওভার হাতে রেখেই ৭ উইকেটের জয় তুলে নেয় হোবার্ট হ্যারিকেন্স। ব্যাটে-বলে বাজে পারফরম্যান্সের কারণে ম্যাচ শেষে সমালোচনার মুখে পড়েছেন সাকিব আল হাসান।

অনলাইন ডেস্ক/আর কে-০৬

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর