ভারতের উড়িষ্যার রায়গড়া জেলার কাঞ্জমাঝিরা গ্রামে স্থানীয় রীতিনীতির বিরুদ্ধে গিয়ে বিয়ে করার অভিযোগে এক নবদম্পতিকে ভয়াবহ শাস্তি দেওয়া হয়েছে। তাদের কাঁধে কাঠের জোয়াল বেঁধে জমিতে হালচাষ করানো হয়।
শুক্রবার (১১ জুলাই) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, প্রেম করে বিয়ে করেছিলেন ওই তরুণ ও তরুণী। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ, যুবকটি নববধূর ফুফুর ছেলে—স্থানীয় রীতিতে যা নিষিদ্ধ সম্পর্ক হিসেবে বিবেচিত।
শাস্তি হিসেবে দম্পতিকে মাঠে এনে জোয়াল বেঁধে হাল টানতে বাধ্য করা হয়। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হাঁপিয়ে পড়লে তাদের গরুর মতো লাঠিপেটা করছেন দুই ব্যক্তি।
এভাবেই প্রকাশ্যে অপমান করার পর, নবদম্পতিকে গ্রামমন্দিরে নিয়ে গিয়ে ‘প্রায়শ্চিত্ত’ করানো হয়।
রায়গড়া জেলার পুলিশ সুপার এস স্বাতী কুমার জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং শিগগিরই মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
অনলাইন ডেস্ক/আর কে-০২







