আমেরিকান মেজর লিগ সকারে (এমএলএস) পা রাখার পর থেকেই একের পর এক রেকর্ড গড়ছেন লিওনেল মেসি। এবার এমএলএস ইতিহাসে নতুন মাইলফলক ছুঁলেন আর্জেন্টাইন মহাতারকা। ইন্টার মায়ামির হয়ে টানা চার ম্যাচে একাধিক গোল করে প্রথম ফুটবলার হিসেবে গড়েছেন অনন্য কীর্তি।
বৃহস্পতিবার (স্থানীয় সময়) ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে ২-১ গোলে হারায় ইন্টার মায়ামি। ম্যাচের প্রথমার্ধেই জোড়া গোল করেন মেসি। ২৭তম মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুল পাস থেকে ডি বক্সে ঢুকে মেসি প্রথম গোলটি করেন। এরপর ৩৮ মিনিটে সার্জিও বুসকেটসের দুর্দান্ত রক্ষণচেরা পাস থেকে বক্সের মাথা থেকে মাটি কামড়ানো শটে দ্বিতীয় গোলটি করেন এলএমটেন।
নিউ ইংল্যান্ড ম্যাচে ফিরতে একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায় ৮০ মিনিটে। টমাস অ্যাভিলেসের পাস থেকে কার্লেস গিল শক্তিশালী শটে ব্যবধান কমান। তবে ম্যাচে আর সমতা ফেরাতে পারেনি স্বাগতিকরা।
ঘরের মাঠে খেলতে নামা নিউ ইংল্যান্ডের জন্য এটি ছিল বিশেষ ম্যাচ। কারণ, চলতি মৌসুমে এটিই ছিল সর্বোচ্চ দর্শকসংখ্যা (৪৩,২৯৩) নিয়ে খেলা তাদের ম্যাচ। গত মৌসুমে ইন্টার মায়ামির বিপক্ষে ম্যাচেই গড়েছিল সর্বকালের সর্বোচ্চ দর্শকসংখ্যা (৬৫,৬১২)।
মেসির দুর্দান্ত পারফরম্যান্সে টানা চার ম্যাচে জয় পেয়েছে ইন্টার মায়ামি। পাশাপাশি এমএলএসে সর্বশেষ পাঁচ ম্যাচে অপরাজেয় থাকল ফ্লোরিডাভিত্তিক ক্লাবটি।
বর্তমানে ইস্টার্ন কনফারেন্সে মায়ামির অবস্থান পাঁচ নম্বরে, তাদের সংগ্রহ ১৮ পয়েন্ট। শীর্ষে থাকা এফসি সিনসিনাতির চেয়ে তারা ৭ পয়েন্ট পিছিয়ে, যদিও মায়ামি তিনটি ম্যাচ কম খেলেছে।
অনলাইন ডেস্ক/আর কে-০৪







