আজমখান, বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ার ইন্দ্রা সমাজ কল্যাণ নেটওয়ার্কের উদ্যোগে গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে।
শুক্রবার (০১ জানুয়ারি) বিকেলে উপজেলার ইন্দ্রা বাজারে এ কম্বল বিতরণ করা হয়। উপজেলার দোহাকুলা, নারিকেলবাড়িয়া ও রায়পুর ইউনিয়নের চার শতাধিক মানুষের মাঝে কম্বলগুলো বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইন্দ্রা সমাজ কল্যাণ নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ খন্দকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নিসার মোল্যা, স্থানীয় আওয়ামীলীগ নেতা খন্দকার বিএম সাজ্জাদ হুসাইন, নজরুল ইসলাম, ইউপি সদস্য কামাল হোসেন, আবু হানিফ, জাফর মোল্যা,শরিফুল বিশ্বাস, আব্দুর রব বিশ্বাস, ইলিয়াস হোসেন ও মুকুল আহম্মেদ প্রমুখ।







