Saturday, December 6, 2025

নড়াইলে পানিতে ডুবে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরে ডুবে প্রিয়া খানম (১৩) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে কাশিপুর ইউনিয়নের বসুপটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত প্রিয়া ওই গ্রামের রবিউল ইসলামের মেয়ে এবং স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশে খেলাধুলা শেষে প্রিয়া ও তার কয়েকজন বন্ধু একটি পুকুরে গোসল করতে যায়। সাঁতার না জানায় একপর্যায়ে প্রিয়া পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে বন্ধুরা ও স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে একজনের পায়ে তার নিথর দেহ বাঁধে। সেখান থেকে দ্রুত উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর