রাঙামাটি প্রতিনিধি: ক্যান্সারে আক্রান্ত জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার মায়ের চিকিৎসার জন্য সরাসরি তার বাড়িতে গিয়ে সহায়তা দিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। লাঠিতে ভর দিয়ে দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে রোববার (৭ জুলাই) সকালে রিজভী পৌঁছান রাঙামাটির ওই পার্বত্য গ্রামে।
ঋতুপর্ণার অসুস্থ মায়ের হাতে তিনি নগদ ২ লাখ টাকা তুলে দেন চিকিৎসার জন্য। একইসঙ্গে প্রতিমাসে কেমোথেরাপি বাবদ ৩০ হাজার টাকা করে সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
রিজভী বলেন, “ঋতুপর্ণা শুধু একজন খেলোয়াড়ই নয়, জাতির গর্ব। আজ তিনি কঠিন রোগে আক্রান্ত। আমরা বিএনপি পরিবার তার পাশে আছি এবং থাকব।”
উল্লেখ্য, ঋতুপর্ণা চাকমার মা ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় বাড়িতে চিকিৎসাধীন।







