Friday, December 5, 2025

সাবেক ক্লাবকে কাঁদিয়ে ফাইনালে চেলসি: জোড়া গোল পেদ্রোর

ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে চেলসির কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে ব্রাজিলের ফ্লুমিনেন্স। এই ম্যাচে চেলসির হয়ে জোড়া গোল করেন হোয়াও পেদ্রো—যিনি একসময় খেলতেন ফ্লুমিনেন্সেই।

২৩ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গত সপ্তাহেই ব্রাইটন থেকে ৬ কোটি পাউন্ডে যোগ দিয়েছেন চেলসিতে। ম্যাচের ১৮ মিনিটে বাঁকানো শটে প্রথম গোলটি করেন তিনি, আর দ্বিতীয় গোলটি আসে ৫৬ মিনিটে ড্রিবল করে বক্সে ঢুকে নিখুঁত শটে।

ম্যাচের পর সাবেক ক্লাবের বিপক্ষে গোল করে পেদ্রো বলেন, ‘আমি প্রথম গোল করে খুশি। জানি এই টুর্নামেন্ট তাদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু আমি দুঃখিত নই, কারণ আমি পেশাদার খেলোয়াড়।’

ম্যাচে ফ্লুমিনেন্স কিছু সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে ব্যর্থ হয়। প্রথমার্ধে হারকিউলিসের শট গোললাইন থেকে ফিরিয়ে দেন চেলসির ডিফেন্ডার কুকুরেল্লা। একবার রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দিলেও রিভিউতে তা বাতিল হয়ে যায়।

এই জয়ে ফাইনালে উঠে গেছে চেলসি। প্রতিপক্ষ হবে রিয়াল মাদ্রিদ কিংবা পিএসজি, যারা আজ মুখোমুখি হবে দ্বিতীয় সেমিফাইনালে। ফলে টানা ১২তম বারের মতো ইউরোপের কোনো দলই ক্লাব বিশ্বকাপ জিততে যাচ্ছে, সেটাও এখন অনেকটাই নিশ্চিত।

অনরাইন ডেস্ক/আর কে-০৩

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর