নেপাল-চীন সীমান্তকে ভৌগলিকভাবে পৃথক করা ভোতে কোশি নদীতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় নেপাল সীমান্ত এলাকা থেকে ৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৩১ জন। নিখোঁজদের মধ্যে ২০ জন নেপালি ও ১১ জন চীনা নাগরিক রয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এ অঞ্চলে গত ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাত না হলেও তিব্বতে প্রবল বর্ষণের কারণে হিমবাহ থেকে সৃষ্ট একটি হ্রদের পানি বেড়ে যাওয়ায় এই আকস্মিক বন্যা দেখা দেয়। এতে নদীর পানি ভয়াবহ রূপ নেয়।
ভোতে কোশি নদীর ওপর অবস্থিত ‘ফ্রেন্ডশিপ ব্রিজ’ নামের একটি গুরুত্বপূর্ণ সেতু বন্যার স্রোতে ভেসে গেছে। এই সেতুটি দুই দেশের মধ্যে জনসাধারণের যাতায়াত এবং বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ রুট ছিল।
উদ্ধার তৎপরতায় নেমেছে নেপালের দুর্যোগ মোকাবিলা বিভাগ, সেনাবাহিনী ও পুলিশ। সেনাবাহিনীর মুখপাত্র রাজা রাম বাসনেত জানান, এখন পর্যন্ত ৮ জনের মরদেহ এবং ৫৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
নেপালে নিখোঁজ ২০ জনের মধ্যে ৬ জন চীনা নাগরিক রয়েছেন, যারা ভোতে কোশি নদীর কাছাকাছি চীনের তৈরি একটি কন্টেইনার ডিপোতে কাজ করতেন। বন্যায় ডিপোর কয়েকটি কন্টেইনারও ভেসে গেছে।
নেপালের চীন সীমান্তবর্তী রাসুয়া জেলার জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা অর্জুন পাওদেল জানান, বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছি এবং ক্ষয়ক্ষতির সঠিক তথ্য সংগ্রহ করছি।
অনলাইন ডেস্ক/আর কে-০২







