Sunday, November 2, 2025

ইশরার বিশ্বজয়: যশোরের মেয়ে পৌঁছাল টরন্টো বিশ্ববিদ্যালয়ে

আজম খান: যশোরের বাঘারপাড়ার মেয়ে শামামা তাবাস্সুম ইশরা কানাডার খ্যাতনামা গবেষণাধর্মী প্রতিষ্ঠান টরন্টো বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। আগামী সেপ্টেম্বর সেশনে তিনি স্বাস্থ্যবিজ্ঞান (হেলথ সায়েন্স) বিষয়ে পড়াশোনা শুরু করবেন। এ খবরে তার পরিবার ও আত্মীয়স্বজনের মাঝে আনন্দের জোয়ার বইছে।

ইশরা বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মেয়ে। তার বাবা মাসুম হোসেন পেশায় ফার্মাসিস্ট এবং মা সেলিনা আক্তার নিলু একজন গৃহিণী।

ইশরার দাদা সিরাজুল ইসলাম জানান, “আমার ছেলে মাসুম হোসেন খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। পরে কানাডায় কাজের জন্য আবেদন করেন এবং ২০১৩ সালে পরিবারসহ সেখানে পাড়ি জমান। আমার নাতনি আজ আমাদের সবার মুখ উজ্জ্বল করেছে। আমি তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার দোয়া চাই।”

ইশরার বাবা মাসুম হোসেন জানান, তার মেয়ে ২০১১ সালে ঢাকার গ্রীনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে। এরপর ২০১৩ সালে কানাডায় পড়াশোনা শুরু করে এবং ২০২৫ সালের ২৭ জুন আনুষ্ঠানিকভাবে হাইস্কুল ডিপ্লোমা (গ্রেড-১২) অর্জন করে। শুধু তাই নয়, গ্রেড-১২ পর্যন্ত প্রতি বছর একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে ইশরা।

মেয়ের এই সাফল্যে গর্বিত মাসুম হোসেন বলেন, “ইশরার পরিশ্রম, অঙ্গীকার আর সাহসিকতাই তাকে আজ এই পর্যায়ে এনেছে। আমরা তার জন্য গর্বিত।”

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর